নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বীমা সেবা প্রদান করবে মেটলাইফ

২২ মে ২০২১, ১১:৩০ PM
 ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ফটো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ। গ্রুপ বীমার মাধ্যমে প্রতিষ্ঠানসমূহ কর্মীদেরকে মৃত্যু এবং দুর্ঘটনা থেকে সৃষ্ট অক্ষমতার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে। এই চুক্তির মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটির ৯৫০ এর বেশি শিক্ষক এবং কর্মী জীবন বীমা ও দুর্ঘটনাজনিত বীমা সেবা পাবেন।

এ উপলক্ষে ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার আলা আহমদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চুক্তিটি সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার আলা আহমদ বলেন, গ্রুপ বীমা চুক্তি প্রতিষ্ঠানসমূহকে তার কর্মী ও তাঁদের পরিবারের প্রয়োজনের সময়ে পাশে থাকার শক্তি যোগায়। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক এবং কর্মীবৃন্দ একটি শক্তিশালী জাতি গঠনে সম্মিলিতভাবে অবদান রেখে চলেছেন। তাঁদেরকে আমাদের বিশ্বমানের বীমা সেবা প্রদান করতে পেরে আমরা গর্বিত।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, বিশেষায়িত ও আন্তর্জাতিক মানের বীমা সেবার মাধ্যমে আর্থিক সুরক্ষা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করা যায় যে, একটি প্রতিষ্ঠান আসলে তার কর্মীদের ব্যাপারে যত্নশীল, এবং এটি অন্যান্য প্রতিষ্ঠানসমূহ থেকে আলাদা। কোভিড-১৯ বৈশ্বিক মহামারি চলাকালীন সময়ে আর্থিক সুরক্ষার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এবং আমরা আমাদের শিক্ষকবৃন্দ এবং কর্মীদের জীবন এবং দুর্ঘটনাজনিত বীমা কাভারেজ সেবা প্রদানে মেটলাইফের সাথে কাজ করতে পেরে সত্যিই আনন্দিত।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬