আইআইইউসিতে পাল্টাপাল্টি ভিসি নিয়োগ

২৯ মার্চ ২০২১, ০৮:৩৯ PM

© ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের দ্বন্দ্বে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) এবার পাল্টাপাল্টি ভিসি নিয়োগের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে আইআইইউসি ট্রাস্ট্রি বোর্ড (বিওটি) নিয়ে দ্বন্দ চলছে। এ নিয়ে গত বৃহস্পতিবার (১৮ মার্চ) হাইকোর্টে রিটও দায়ের করেন বিওটি সভাপতি আ ন ম শামশুল ইসলাম।

এরই মধ্যে নতুন ভিসি (ভারপ্রাপ্ত) হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফকে নিযুক্ত করেন নবগঠিত ট্রাষ্টি সভাপতি ও সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ আবু রেজা মুহাম্মাদ নিজামুদ্দীন নদভী।

এদিকে, পূর্বের ট্রাস্ট্রি সভাপতি আ ন ম শামশুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আইআইইউসির ভিসি প্রফেসর গোলাম মহিউদ্দিন বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করার পরিপ্রেক্ষিতে রবিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের এক জরুরি সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা- ৩১ এর উপধারা-৬ এর অনুসরণে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদীকে সাময়িকভাবে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬