ভার্চুয়াল প্ল্যাটফর্মে গ্রিন ইউনিভার্সিটি ইইই’র সাংস্কৃতিক সন্ধ্যা

২৯ নভেম্বর ২০২০, ১০:০৭ PM
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ইইই’র শিক্ষার্থীরা

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ইইই’র শিক্ষার্থীরা © ফাইল ফটো

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১ ব্যাচের আয়োজনে এক ভার্চুয়াল সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শীতের আগমনকে স্বাগত জানাতে এবং মিডটার্ম পরীক্ষা শেষের আনন্দকে আরো বেশি প্রাণবন্ত করতে শনিবার (২৮ নভেম্বর) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির ইংলিশ এন্ড ল্যাংগুয়েজ সেন্টারের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ভার্চুয়াল এমন আয়োজন প্রশংসার দাবিদার। এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা, কৌতুক, নাচসহ নানা আয়োজনে মুখরিত করে রেখেছিল। এছাড়াও অনুষ্ঠানে ধাঁধা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখানে বিজয়ী হন আরাফাত জীম। তাকে ১০ জিবি ইন্টারনেট পুরস্কার হিসেবে দেয়া হয়।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ২০১ ব্যাচের শিক্ষার্থী আহনাফ আহমেদ ও অপসরি সুলতানা।

অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬