আইএসইউ শিক্ষক-কর্মকর্তাদের বেতনের টাকায় ত্রাণ পেল চারশ পরিবার

ত্রাণ সামগ্রী
ত্রাণ সামগ্রী

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষক ও কর্মকর্তাদের দুইদিনের বেতনের টাকায় ত্রাণ সামগ্রী পেল সিরাজগঞ্জের প্রায় চারশ পরিবার। সম্প্রতি কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই সিরাজগঞ্জ শহর ও কাজিপুরের বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। 

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের প্রধান দীপ্তি সরকার বলেন, আমাদের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের অনুপ্রেরণায় ইউনিভার্সিটির সকল শিক্ষক এবং কর্মকর্তা তাদের দুইদিনের বেতন অসহায়দের জন্য দান করে।  পরে সে অথ অর্থায়নে সিরাজগঞ্জ এর কাজিপুরে প্রায় ২১৫ টি এবং সিরাজগঞ্জ শহরে ১৭০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এই সেবামূলক কাজে দিক নির্দেশনা দেন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ এইচ টি এম কাদের নেওয়াজ। আইএসইউ প্রতিনিধি ও ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইন এর সহযোগিতায় এবং ষ্ট্যান্ডার্ড গ্রুপের এক্সপোর্ট ম্যানেজার রাশেদুল হকের সার্বিক তত্ত্বাবধানে কাজিপুরে দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আর আইএসইউর আরেক প্রতিনিধি দিবস আহমেদ আকন্দ সিরাজগঞ্জ শহর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণে সার্বিক সহায়তা করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence