অনলাইন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে স্টান্ড বাই বাংলাদেশ

২৫ এপ্রিল ২০২০, ০৯:৫৬ PM

© টিডিসি ফটো

সারাদেশে করোনার দুর্যোগময় পরিস্থিতিতে মানুষের জীবন-যাত্রা চরম বিপর্যস্ত। মারাত্মক দুঃসময় পার করা এসব মানুষকে সাহায্য করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দাতব্য সংগঠন স্টান্ড বাই বাংলাদেশ।

বিতর্কটির পৃষ্ঠপোষকতা করছে এইচভি এভিয়েশন ট্রেইনিং সেন্টার এবং সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে আছে নিসর্গ ডটকম। আগামীকাল রবিবার ২৬ এপ্রিল থেকে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

দেশের সরকারি, বেসরকারি এবং স্বনিয়ন্ত্রিত ২৪টি ক্লাব প্রতিযোগিতার অংশগ্রহণ করবে। তিন দিনব্যাপী বিতর্কের প্রথম দুইদিন ট্যাব রাউন্ড ও কোয়ার্টার রাউন্ড। বিতর্কের শেষ দিনে হবে সেমিফাইনালও ফাইনাল রাউন্ড। ইভেন্ট থেকে প্রাপ্ত সকল অর্থ মানবিক সাহায্যে ব্যায় করা হবে৷

এ বিষয়ে স্ট্যান্ড বাই বিডির ফাউন্ডার মোস্তাফিজুর রহমান বলেন, বিতার্কিকরা স্বাভাবিক দিনগুলোতে সারাদেশে বিভিন্ন জায়গায় বিতর্ক করে। করোনার মহামারীতে তা আর সম্ভব হচ্ছে না। তাই ঘরে বসেই বিওডিপি প্ল্যাটফর্মের সাহায্যে ডিসকর্ড আ্যপসের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।এতে করে ঘরে বসে জ্ঞান চর্চা হয় এবং সেইসাথে করোনার মহামারীতে ক্ষতিগ্রস্ত দের জন্য তহবিল গঠন ও হয়ে যায়।

বিতর্কের বিষয়ে কো ফাউন্ডার অনিক আহমেদ বলেন, নতুন একটি সংগঠন হিসেবে অামরা চেষ্টা করে যাচ্ছি দুর্দিনে মানুষের পাশে থাকার। ইতোমধ্যে আমরা বেশকিছু কর্মহীন মানুষের সাহায্য করেছি। এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে যেমন বিতার্কিকদের প্রতিভা বিকশিত হবে, তেমনিভাবে এখান থেকে উপার্জিত অর্থে মানবতার সেবায় কিছুটা কাজ করতে পারবো।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬