এক ফ্রেশার্সে দুই আয়োজন, আইইউটিতে নবীনবরণে ভিন্ন ধারা

২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ PM
এক ফ্রেশার্সে দুই আয়োজন, আইইউটিতে নবীন বরণে ভিন্ন ধারা

এক ফ্রেশার্সে দুই আয়োজন, আইইউটিতে নবীন বরণে ভিন্ন ধারা © সংগৃহীত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে আয়োজিত হয়েছে ‘আইউটিয়ান ফ্রেশার্স ২০২৫’। গত ২১শে ডিসেম্বর আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ২৩ ব্যাচের শিক্ষাত্রিরা সিনিয়রদের কাছ থেকে প্রতীকী টিকিট গ্রহণ করে নিজেদের আইইউটিয়ান হিসেবে যাত্রা শুরু করে নেয় । ফ্রেশার্স আয়োজনটি দুই ভাগে অনুষ্ঠিত হয় - ট্র্যাডিশনাল ফ্রেশার্স ও হালাল ফ্রেশার্স।

আইইউটি অডিটোরিয়ামে আয়োজিত ট্র্যাডিশনাল ফ্রেশার্সের সূচনা হয় আন্তঃডিপার্টমেন্ট নৃত্য পরিবেশনার মাধ্যমে। প্রতিটি ডিপার্টমেন্টের ২২ ব্যাচের সিনিয়র শিক্ষার্থীরা এই পর্ব পরিচালনা করেন। পরবর্তী পর্বে অনুষ্ঠিত হয় সংগীত পরিবেশনা, যেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত ও উচ্ছ্বাসে ভরে ওঠে। পরবর্তী পর্বে চলে গান পরিবেশনা, যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে মঞ্চে ওঠে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ (Warfaze)।

অন্যদিকে হালাল ফ্রেশার্স-এ অনুষ্ঠিত হয় ধানমন্ডির গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে, ট্র্যাডিশনাল ফ্রেশার্সের বিকল্প হিসেবে ইসলামিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে এই আয়োজন করা হয়। 

দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা অনুষ্ঠানে প্রায় ৬০০ শিক্ষার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হয়। আয়োজনের উল্লেখযোগ্য অংশ ছিল সমৃদ্ধ বুফে মধ্যাহ্নভোজ, নাশিদ পরিবেশনা, ইন্টারঅ্যাকটিভ কুইজ পর্ব এবং অতিথি বক্তাদের অনুপ্রেরণামূলক আলোচনা।

আয়োজকদের মতে, ‘হালাল ফ্রেশার্স ১৪৪৭’ নবীন শিক্ষার্থীদের জন্য ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা ধর্মীয় মূল্যবোধকেন্দ্রিক ও মর্যাদাপূর্ণ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আইইউটিয়ান ফ্রেশার্স ২০২৫ কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে একই ফ্রেশার্স অনুষ্ঠান কেন দুটি ভিন্ন ধারায় আয়োজন করা হলো? এ বিষয়ে আয়োজকদের ভাষ্য, আইইউটির শিক্ষার্থীরা চিন্তাধারা, রুচি আর মানসিকতায় বৈচিত্র্যময়। একাংশের শিক্ষার্থী নবীনদের বরণ করে নিতে সাংস্কৃতিক পরিবেশে আনন্দঘন আয়োজনের মাধ্যমে। অন্যদিকে আরেক অংশ চান আয়োজনটি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামিক পরিবেশ বজায় রেখে সম্পন্ন হোক।

শিক্ষার্থীদের এই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও পছন্দকে সম্মান জানিয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই ট্র্যাডিশনাল ফ্রেশার্স ও হালাল ফ্রেশার্স দুই ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। তাদের মতে, এই উদ্যোগ আইইউটির অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি ও পারস্পরিক সম্মানবোধেরই প্রতিফলন।

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9