অধ্যাপক এম শমশের আলী © সৌজন্যে পাওয়া
পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এম শমশের আলীর মৃত্যুতে শোক জানিয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি। সাউথইস্ট ইউনিভার্সিটি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন ইতনি। শনিবার রাত ২টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে মৃত্যু হয়; বয়স হয়েছিল ৮৪ বছর।
রবিবার সাউথইস্ট ইউনিভার্সিটির শোকবার্তায় বলা হয়, ২০০২ সালে সাউথইস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় উপাচার্যের দায়িত্ব নেন শমশের আলী।
“বিজ্ঞান, শিক্ষা ও মানবজ্ঞানের অগ্রগতিতে নিবেদিত তার জীবন ছিল অসাধারণ সব সাফল্যে ভরপুর। ড. আলী ছিলেন একজন পণ্ডিত ব্যাক্তি, যিনি পারমাণবিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং আন্তর্জাতিক জার্নালে তার প্রচুর গবেষণা প্রকাশিত হয়েছে। তিনি হরি প্রসন্ন রায় স্বর্ণপদক এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস স্বর্ণপদক লাভ করেন।"
সাউথইস্ট ইউনিভার্সিটি বলছে, "তার রেখে যাওয়া অসংখ্য ছাত্রছাত্রী, শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে তার অবদান বেঁচে থাকবে।"
শোকবার্তায় সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের পক্ষে চেয়ারম্যান রেজাউল করিম, উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেন শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।