বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি © টিডিসি ফটো
স্থায়ী সনদপ্রাপ্ত বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর সাথে ব্লুচিজ আউটফিটারস ও হোহেনস্টিন ইনস্টিটিউট বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষা, প্রশিক্ষণ, ফ্যাশন ব্র্যান্ডিং এবং গবেষণাসহ বেশকিছু সহযোগিতামূলক কার্যক্রম যৌথভাবে পরিচালিত হবে।
চুক্তিতে স্বাক্ষর করেন বিইউএফটি এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব মো. শফিউল ইসলাম এবং ব্লুচিজ আউটফিটারসের প্রতিষ্ঠাতা এবং হোহেনস্টিন গ্রুপের আঞ্চলিক প্রধান (দক্ষিণ পূর্ব এশিয়া) ড. মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফফর ইউ সিদ্দীক, বিওটি সদস্য ও বিজিএমইএর সাবেক সভাপতি জনাব মো. ফারুক হাসান, উপাচার্য অধ্যাপক ড. এস.এম. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল জলিল সহ ডিন, একাডেমিক ও প্রশাসনিক প্রধানগণ উপস্থিত ছিলেন।