আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসালের চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিল ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

২৮ মে ২০২৪, ০৯:৪৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সংবর্ধনা প্রদান অনুষ্ঠান

সংবর্ধনা প্রদান অনুষ্ঠান © জনসংযোগ

বিএসএল ফুটসাল-২০২৪ চ্যাম্পিয়ন দল‌কে জাঁকজমকভা‌বে সংবর্ধনা প্রদান ক‌রেছে ফরইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভা‌র্সিটি। সোমবার রাজধানীর গুলশানে হো‌টেল ইস্তানবুল রেস্টু‌রে‌ন্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছি‌লেন বিশ্ব‌বিদ্যাল‌য়ের বোর্ড অব ট্রা‌স্টি‌জের সভাপ‌তি শেখ ক‌বির হো‌সেন। অনুষ্ঠানে ‌বি‌শেষ অতিথি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ বিশ্ব‌বিদ্যালয় স‌মি‌তির সহ-সভাপ‌তি ও ওয়ার্ল্ড ইউ‌নিভা‌র্সিটির ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী। 

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপ‌স্থিত ছি‌লেন বোর্ড অব ট্রা‌স্টি‌জের সদস্য মতিউর রহমান, বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপাচার্য প্রফেসর ড. রকীব আহমদ, ট্রেজারার ড. মুঞ্জুর ই খোদা তরফদার, রে‌জিস্ট্রার মোঃ ম‌শিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।

‘মাদক রুখবই এবং স্মার্ট বাংলাদেশ গড়বই’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে গত ৩ মার্চ শুরু হয় বসুন্ধরা টয়লেট্রিজ প্রেজেন্ট বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল-২০২৪। প্রথমবারের মতো হওয়া এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ৪৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। 

গত রবিবার ফাইনালের মাধ্যমে পর্দা নামে। ফাইনালে নর্থ সাউথ ইউনিভার্সিটি মুখোমুখি হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দল। ৪-০ গোলের বড় জয়ে চ্যাম্পিয়ন হয় ফারইস্ট। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি তারা। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মোঃ মঈন আহম্মদ জার্সি নাম্বার-৮।

ব্র্যাক ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, আবেদ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জুলাই যোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
মানুষ বিএনপিকে সাড়া দিচ্ছে না: নাহিদ ইসলাম
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬
মিডল্যান্ড ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, কর্মস্থল ঢাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
আগামীকাল ফেনী আসছেন তারেক রহমান, পরিচয় করিয়ে দেবেন ১৩ প্রার…
  • ২৪ জানুয়ারি ২০২৬