ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম জার্নাল প্রকাশিত

২১ মে ২০২৪, ১০:১৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
জার্নাল প্রকাশ অনুষ্ঠান

জার্নাল প্রকাশ অনুষ্ঠান © জনসংযোগ

‘আইএসইউ জার্নাল অব ইংলিশ স্ট্যাডিজ’ শিরোনামে প্রকাশিত হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর ইংরেজি বিভাগের প্রথম জার্নাল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

আইএসইউ উপাচার্য এবং আইএসইউ জার্নাল অব ইংলিশ স্ট্যাডিজের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের সম্মান নির্ভর করে মানসম্পন্ন জার্নালের উপর। তাই গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে এই বিশ্ববিদ্যালয়। শিক্ষকদের দক্ষতা বাড়াতে পড়তে হবে,লিখতে হবে বেশি করে, সমস্যা নির্ধারণ করতে হবে এবং গবেষণার মাধ্যমে তা তুলে ধরে নতুন কিছু করতে হবে ,যা সমাজের কাজে আসবে ।

সেন্টার ফর রিসার্চ, ডেভেলপমেন্ট এন্ড পাবলিকেশন্স (সিআরডিপি) পরিচালক এবং জার্নালটির উপদেষ্টা মো. মাহবুবুর রহমান বলেন, জার্নালটির জন্য ই-আইএসএসএন নাম্বার নেয়া এবং পরবর্তীতে ডিওআই নম্বরের জন্য আবেদন করার উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন। এই পদক্ষেপগুলো নিঃসন্দেহে জার্নালে প্রকাশিত গবেষণামূলক নিবন্ধগুলোর দৃষ্টিগোচরতা এবং গ্রহণযোগ্যতাকে অনেকগুণ বাড়িয়ে দিবে। স্কোপাস, সোশাল সায়েন্স সাইটেশন ইন্ডেক্স, আর্টস এবং হিউম্যানিটিজ সাইটেশন ইন্ডেক্স, পাবমেড, স্কিমাগো সমূহের মতো প্রসিদ্ধ ডেটাবেইজে ইনডেক্সিং করা সম্ভব হলে জার্নালটির ব্যাপ্তি এবং প্রভাব/গ্রহণযোগ্যতা আরও বহুগুণে বেড়ে যাবে এবং সেই লক্ষ্যে সিআরডিপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ. টি. এম. কাদের নেওয়াজ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক, ইংরেজি বিভাগের উপদেষ্টা প্রফেসর মো. আসাদ উল্লাহ-আল-হোসেন। আরো উপস্থিত ছিলেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আবুল কালাম আজাদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. মোহাম্মদ কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও অংশ নেন।

হাদির ছেলে ফিরনাসকে যুক্তরাজ্যে নিতে চান মেজ ভাই শরীফ ওমর, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ইবির বৈষম্যবিরোধ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎ পানি বিলের ভুতুড়ে সমস্যা ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে …
  • ২৪ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
  • ২৪ জানুয়ারি ২০২৬
নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপির ‘রিল মেকিং’ প্রতিযোগিতায় ফাতিহা আয়াতসহ যে ১০ জন জয়…
  • ২৪ জানুয়ারি ২০২৬