এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

২৬ মার্চ ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
আলোচনা সভা

আলোচনা সভা © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, কথাসাহিত্যিক, গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চৌধুরি। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, পরিচালকগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্ব-দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অবকাঠামো, দারিদ্র বিমোচন, মাথাপিছু আয়, সামাজিক উন্নয়ন প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে আফসান চৌধুরি বলেন, ‘ইতিহাসের বিভিন্ন বাস্তবতা রয়েছে। কোন বিপ্লবেই সমাজের কোন সুনির্দিষ্ট শ্রেণি অংশ নেয় না। নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে আমাদের স্বাধীনতা এসেছে। প্রাতিষ্ঠানিকতা, অপ্রাতিষ্ঠানিকতা ও উপ-প্রাতিষ্ঠানিকতা এই তিন বাস্তবতা মিলেই বাংলাদেশ হয়েছে।’

সভাপতির ভাষণে এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। কিছু প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিলো। সেই প্রত্যাশা পূরণে দেশের তরুণ প্রজন্মকে জাগ্রত হতে হবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে এনএসইউর পক্ষ থেকে একটি দল সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কারা ফটকে স্ত্রী-সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা স…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৫৪ বছরে দেশের মর্যাদা অন্য দেশে বন্ধক রাখা হয়েছিল: ডা. শফি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনের সামনে প্রচুর অস্ত্র মজুত হচ্ছে’—বিএনপি নেতাকর্ম…
  • ২৫ জানুয়ারি ২০২৬