মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে মানারাত ইউনিভার্সিটির শ্রদ্ধা

২৬ মার্চ ২০২৪, ০৯:১২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৭ PM
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ © টিডিসি ফটো

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মানারাত ইউনিভার্সিটি ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণ করে বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন স্বাধীনতার এই ৫৩ বছরে এসে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে সেগুলোর অনেকটাই সফল হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর  হাত ধরেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে কাঙ্ক্ষিত স্মার্ট ও উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত হবে। একই সঙ্গে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও ২০৪১ সালের আগেই শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিবে এই আশাবাদ ব্যক্ত করছি স্বাধীনতার এ দিনে।

এ সময় অন্যদের মাঝে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান ড. নার্গিস সুলতানা চৌধুরি, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুব আলম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ,  ইংরেজি বিভাগের প্রধান আহমদ মাহবুু-উল-আলম ও আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম।


এছাড়াও উপস্থিত ছিলেন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ  বিভাগের মো. মামুন উদ্দীন, ছাত্র বিষয়ক বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুল মতিন, হিসাব বিভাগের উপ-পরিচালক আব্দুল খালেক, ডেপুটি রেজিস্ট্রার আলমগির হোসেন, স্পোর্টস ক্লাবের (আশুলিয়া ক্যাম্পাস) সভাপতি মইনুদ্দীন ফাহাদ, সেক্রেটারি (গুলশান ক্যাম্পাস) হাসিবুল হাসান সিয়াম, ইসলামিক স্টাডিজ ক্লাবের সভাপতি মাহমুদ হাফিজ -সহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ক্লাব কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কারা ফটকে স্ত্রী-সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা স…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৫৪ বছরে দেশের মর্যাদা অন্য দেশে বন্ধক রাখা হয়েছিল: ডা. শফি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনের সামনে প্রচুর অস্ত্র মজুত হচ্ছে’—বিএনপি নেতাকর্ম…
  • ২৫ জানুয়ারি ২০২৬