চাঁদা না দেওয়ায় রাজধানীতে বাসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর হিজড়াদের

০২ মার্চ ২০২৪, ১০:৩১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
আহত শিক্ষার্থী

আহত শিক্ষার্থী © সংগৃহীত

রাজধানীতে প্রজাপতি পরিবহণ বাসে হিজড়াদের মারধরের শিকার হয়ে জায়েদ ঐশিক (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরা-মহাখালী মহাসড়কের খিলক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহতাবস্থায় চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। ওই শিক্ষার্থীর বাবা আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শিক্ষার্থী ঐশিক বুধবার সকালে কাওলা থেকে প্রজাপতি পরিবহণ বাসে চড়ে শ্যামলী যাচ্ছিলেন। এদিন খিলক্ষেত বাসস্ট্যান্ড থেকে দুজন হিজড়া চাঁদার জন্য বাসে উঠে। যাত্রীদের কাছ থেকে চাঁদা তোলার একপর্যায়ে ওই শিক্ষার্থীর কাছেও টাকা চাইলে সে ২০ টাকা দেওয়ার পরও অতিরিক্ত টাকা দাবি করে হিজড়ারা। এ সময় অতিরিক্ত টাকা নিয়ে হিজড়াদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হিজড়ারা ওই শিক্ষার্থীকে এলোপাতাড়ি কিলঘুষি মারে।  

এতে ভুক্তভোগী শিক্ষার্থীর নাক দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। তখন সে বাস থেকে নেমে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর চিকিৎসা না পেয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাকের অপারেশন করতে হবে বলে জানান। পরে শুক্রবার (১ মার্চ) সকালে তার অপারেশন সম্পন্ন হয়।

শিক্ষার্থীর বাবা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, আমার ছেলে একজন শিক্ষার্থী সে ২০ টাকা দিয়েছে এটাই অনেক বেশি। তার পরও তার সঙ্গে এমন বেপরোয়া আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমরা যেই পথ দিয়ে চলাচল করি হিজড়ারা সব সময়ই বাসে উঠে চাঁদার জন্য অশোভন আচরণ করে। এ ধরনের হয়রানি থেকে যেন সাধারণ মানুষ রক্ষা পায় সে জন্য সরকার ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।  

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম— প্রশ্ন মীর স্নিগ্ধের
  • ২৫ জানুয়ারি ২০২৬
ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশকনিধন কর্মসূচি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে চাঁদাবাজির প্রমাণাদি বড় পর্দায় দেখাবেন ডাকসু নেতা
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভারত থেকে এলো ১২৫ টন বিস্ফোরক
  • ২৫ জানুয়ারি ২০২৬