উত্তরা ইউনিভার্সিটির সাবেক ডিন অধ্যাপক খায়রুল ইসলাম খান আর নেই

২৪ নভেম্বর ২০২৩, ১২:৫৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
অধ্যাপক খায়রুল ইসলাম খান

অধ্যাপক খায়রুল ইসলাম খান © ফাইল ফটো

উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের সাবেক ডিন অধ্যাপক খায়রুল ইসলাম খান আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ডরমেটরিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

অধ্যাপক খায়রুল ইসলাম খান বাংলাদেশে শারীরিক শিক্ষায় স্নাতকোত্তর কোর্স (এমপিইড) প্রবর্তনের পথপ্রদর্শক এবং ২০১৬ সালে বাংলাদেশ শারীরিক শিক্ষা সমিতি থেকে আজীবন কৃতিত্ব পুরস্কার লাভ করেন। তিনি ১৯৬৮ সালে সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা থেকে তার কর্মজীবন শুরু করেন। পরে ১৯৭১ সাল থেকে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রধান হিসেবে ৩৫ বছর কাজ করেছেন।

অধ্যাপক খায়রুল ১৯৮৫ সালে জাপান, ১৯৮৯ সালে জার্মানি এবং ২০০১ সালে চীনে অনুষ্ঠিত ‘বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস’-এ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স দলের প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি ২০১১ সালে এথেন্সে এবং ২০১৩ থাইল্যান্ডে প্রতিনিধি দলের প্রধান হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০১৩ ও ২০১৫ সালে অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত "বিশেষ অলিম্পিক ওয়ার্ল্ড গেমস"-এ বাংলাদেশ দলের ডেপুটি হেড অব ডেলিগেশন হিসেবে।

তিনি ক্রীড়া বিজ্ঞান এবং শারীরিক শিক্ষার উপর বেশ কয়েকটি বই লিখেছেন। . তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল: ক্রীড়া প্রশিক্ষণ বিজ্ঞান, শারীরিক শিক্ষার শিক্ষাদান পদ্ধতি এবং শারীরিক শিক্ষার তত্ত্ব ও নীতি। তিনি দেশ-বিদেশে অসংখ্য সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।

অধ্যাপক খায়রুল ১৯৪৪  সালে ভারতের মুর্শিদাবাদের জঙ্গিপুর শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে জঙ্গিপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন, ১৯৬৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন এবং ১৯৬৮ সালে ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ থেকে শারীরিক শিক্ষা বিপিইড সম্পন্ন করেন। তিনি জার্মান ইনস্টিটিউট অফ ফিজিক্যাল থেকে ফুটবলে ডিপ্লোমা-ইন-কোচিং অর্জন করেন। ১৯৭৪ সালে পূর্ব জার্মানিতে সংস্কৃতি (DHFK) এবং ১৯৮৮ সালে ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক শিক্ষার স্নাতকোত্তর এমপিইড সম্পন্ন করেন।

প্রতিষ্ঠার পর থেকে উত্তরা ইউনিভার্সিটির প্রতি তার প্রভাব ও অবদান অপরিসীম। তিনি ডিএআর ট্রাস্ট (ড. আজিজুর রহমান ট্রাস্ট) এর অধীনে অলিম্পিয়া ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন (ওআইপিই) প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা পরবর্তীতে উত্তরা ইউনিভার্সিটির শারীরিক শিক্ষা বিভাগে বিকশিত হয়। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এম আজিজুর রহমান এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ইয়াসমিন আরা লেখার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন অধ্যাপক খায়রুল ইসলাম খান।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬