৪২ শিক্ষার্থীকে টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড দিল এশিয়ান ইউনিভার্সিটি

টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রাপ্ত ৪২ শিক্ষার্থী ও অতিথিবৃন্দ
টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড প্রাপ্ত ৪২ শিক্ষার্থী ও অতিথিবৃন্দ   © টিডিসি ফটো

সিজিপিএ’র ভিত্তিতে ৪২ শিক্ষার্থীকে স্প্রিং-২০২৩ এ টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড দিয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। শুক্রবার (২৭ অক্টোবর) এইউবি আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। তারা সকলেই সেমিস্টার ফির ২৫ ভাগ শিক্ষাবৃত্তি পাবেন।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। রেজিস্ট্রার একেএম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানেটির সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ও স্টুডেন্ট  এফেয়ার্সের পরিচালক মিজানুর রহমান ভূইয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকব্রন্দসহ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় এইউবি উপাচার্য বলেন, নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে মেধার কোন বিকল্প নেই। ব্যক্তিজীবনে প্রত্যেককে সৎ থাকতে হবে। আমরা চাই এইউবি শিক্ষার্থীরা সবার কাছে মডেল হিসেবে পরিচিতি পাবে। এইউবি সবাইকে উৎসাহিত করতেই এই প্রচেস্টা চালিয়ে যাচ্ছে। আশা করি তোমরা আগামীর মেধাবী জাতি গঠনে ভূমিকা রাখবে।

এইউবির ট্রেজারার তার বক্তব্যে অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সবাইকে ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামীতে অরো ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন। 

স্বল্প খরচে মানসম্মত ও আধুনিক শিক্ষা এই স্লোগানকে ধারণ করে ১৯৯৬ সাল থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে দেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দীর্ঘ যাত্রায় এইউবি প্রতিবছরই দিয়েছে শিক্ষাবৃত্তি। এরই ধারাবাহিকতায় স্প্রিং সেমিস্টার ২০২৩ এ সিজিপিএ’র ভিত্তিতে এইউবি বিভিন্ন বিভাগের ৪২ জন শিক্ষার্থীকে টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড স্প্রিং ২০২৩ প্রদান করেছে। 

শিক্ষার্থীরা এই অ্যাওয়ার্ড পেয়ে অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত। অনূভুতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষাবৃত্তি প্রদানের এই ধারা অব্যাহত থাকলে সকল বিভাগের শিক্ষার্থী পড়াশোনার দিকে মনোযোগী হবে এবং সবাই ভালো ফলাফলের জন্য চেষ্টা করবে। এই অ্যাওয়ার্ড আমাদের অনেক বেশি উৎসাহিত করেছে।   

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন - 
১. আসমা উল হুসনা (বি.এড) ২. মো. শামীম মিয়া (এম.এড)
৩. শ্রাবণী আক্তার, বিএ (অনার্স), বাংলা
৪. মিফতা সিদ্দিকা, বিএ (অনার্স), বাংলা
৫. নাহিদা সুলতানা, এম.এ (বাংলা)
৬. তানজিনা আফরিন পুনম, বিএ (অনার্স), ইংরেজি
৭. আফরিন হোসেন, বিএ (অনার্স), ইংরেজি
৮. পারুল আক্তার শ্রাবন্তী, বিএ (অনার্স), ইংরেজি 
৯. পাপিয়া সুলতানা, বিএ (অনার্স), ইংরেজি
১০. মো. আবুল কালাম, এমএ (ইংরেজি)
১১. চৌধুরী রবিউল ইসলাম, বিএ,(অনার্স), ইসলামের ইতিহাস ও সভ্যতা  
১২. শাহনাজ পারভিন, এমএ, ইসলামের ইতিহাস ও সভ্যতা  
১৩. মামনুম বিনতে রাজ্জাক রাকা, বিএ (অনার্স), ইসলামিক স্টাডিজ  
১৪. মোসা. আসমা আক্তার, বিএ (অনার্স), ইসলামিক স্টাডিজ  
১৫. মো. শহিদুল ইসলাম মোড়ল, বিএ (অনার্স), ইসলামিক স্টাডিজ  
১৬. মোহাম্মদ মাসুম, এমএ, ইসলামিক স্টাডিজ
১৭. মো. কাওসার মিয়া, এমএ, ইসলামিক স্টাডিজ
১৮. মো. আব্দুল্লাহ আল কাফি, এমএ, ইসলামিক স্টাডিজ
১৯. মো. মুজাহিদুল ইসলাম, বিএসএস (অনার্স), ইকনোমিক্স
২০. আফরোজা খাতুন, এমএসএস, ইকনোমিক্স
২১. নাফিজ খান, বিএসএস (অনার্স), গভ: এন্ড পলিটিক্স 
২২. সান্তানা, এমএসএস, গভ: এন্ড পলিটিক্স
২৩. মুহাম্মদ জয়নুল আবেদীন, এমএসএস, গভ: এন্ড পলিটিক্স
২৪. সোনিয়া আক্তার দৃষ্টি, বিএসএস (অনার্স), সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান
২৫. মাহাবুব উল্লাহ, বিএসএস (অনার্স), সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান
২৬. এস.এইচ. নাসিম জাহান ওয়ারেসী,এমএসএস, সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান
২৭. আফ্রিদা জাহান মার্জিয়া, বিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
২৮.  নিশাত রহমান, বিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
২৯. মো. রশিদুল ইসলাম , বিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
৩০. মো. তৌকির আহমেদ ,বিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
৩১. রুবেল মিয়া,বিএসএস (অনার্স), সমাজকর্ম
৩২. মোহাম্মদ ইফতেখার উদ্দিন সরকার, বিএসএস (অনার্স), সমাজকর্ম
৩৩. সাব্বির হোসেন ভূঁইয়া , এমএসএস, সমাজকর্ম
৩৪. রকিবুল হাসান, বিবিএ
৩৫. আয়েশা আলম, বিবিএ
৩৬. মেহেদী হাসান কনক, বিবিএ
৩৭. সানজিদা আক্তার আঁখি, বিবিএ
৩৮. মো. ইমরান হক ভূঁইয়া, এমবিএ(ইভিনিং)
৩৯. ওয়াহিদুল হক রিপন, এমবিএ(এক্সিকিউটি)
৪০. মারজানা আক্তার, এমবিএ(রেগুলার)
৪১. আনিকা সুলতানা, এমবিএ(রেগুলার)
৪২. মো. আব্দুল্লাহ আল মামুন, এমএসএস, তথ্য বিজ্ঞান এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা


সর্বশেষ সংবাদ