স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ক্যান্সার প্রতিরোধী ‘সুপারবুস্ট’ উদ্ভাবন

স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক সংক্রামক রোগ ও ক্যান্সার প্রতিরোধী ইমিউনোবুস্টার ‘সুপারবুস্ট’ উদ্ভাবন করেছেন
স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক সংক্রামক রোগ ও ক্যান্সার প্রতিরোধী ইমিউনোবুস্টার ‘সুপারবুস্ট’ উদ্ভাবন করেছেন  © টিডিসি ফটো

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগের একদল গবেষক সংক্রামক রোগ ও ক্যান্সার প্রতিরোধী শক্তিশালী ইমিউনোবুস্টার ‘সুপারবুস্ট’ নামে নিউট্রাসিউটিক্যাল উদ্ভাবন করেছেন। এটি কোভিড-১৯ সহ যে কোন প্রকার সংক্রামক রোগ ও ক্যান্সার প্রতিরোধে কাজ করবে। গবেষক দলের প্রধান ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং একাডেমিক ও রিসার্চ বিষয়ের প্রধান ড. মো. মোকলেছুর রহমান সরকার এমন আশা করছেন।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ‘শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা’ প্রকল্পের আর্থিক সহায়তায় দীর্ঘ প্রায় তিন বছর যাবত ফার্মাকোলজি ও টক্রিকোলজি গবেষণাগারে বিভিন্ন প্রজাতির ইঁদুরের ওপর গবেষণা করেন গবেষকেরা।

মোকলেছুর রহমান সরকার বলেন, আমরা একটি নতুন নিউট্রাসিউটিক্যাল ফর্মূলেশন উদ্ভাবন করতে সক্ষম হয়েছি যা রক্তের প্রধান ও দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধকারী এন্টিবডি সাধারন মাত্রার চেয়ে ১০-১২ গুন পর্যন্ত বৃদ্ধি করতে পারে। তাছাড়া অন্য আরেকটি স্বল্পমেয়াদী এন্টিবডি এবং ভাইরাস, ব্যাকটেরিয়া ও ক্যান্সার প্রতিরোধকারী শক্তিশালী ইমিউন কোষগুলি ন্যাচারাল কিলার সেল, নিউট্রোফিল, মনোসাইট, ম্যাক্রোফেজ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায়।

তিনি জানিয়েছেন, ইদুরের ওপর ‘সুপারবুস্ট’ নামক এই নিউট্রাসিউটিক্যালটির কোন বিরূপ প্রতিক্রিয়া বা উল্লেখযোগ্য পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়নি। গতকাল ফার্মেসি বিভাগ কর্তৃক আয়োজিত ‘ডেভেলপমেন্ট অব নভেল ইমিউনোবুস্টার: এ প্রসপেক্টিভ নিউট্রাসিউটিক্যাল ফর্মূলেশন (সুপারবুস্ট) ফর দা প্রিভেনশন অব ইনফেকশনস্ (কোভিড-১৯) এন্ড ক্যান্সার’ শীর্ষক বৈজ্ঞানিক কর্মশালায় মূল প্রবন্ধক হিসেবে গবেষণার ফলাফল উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. মোকলেছুর রহমান সরকার।

ফার্মেসী বিভাগের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচীর বাছাই ও মনিটরিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। নতুন এই ইমিউনোবুষ্টার উদ্ভাবনের জন্য তিনি অধ্যাপক মোকলেছুর ও তার গবেষকদল এবং ফার্মেসি বিভাগের গবেষণার ভূয়সী প্রশংসা করেন ও অভিনন্দন জানান।

এ ধরনের গবেষণার জন্য ভবিষ্যতে সহযোগীতার আশ্বাস দেন। গবেষণাকে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের কর্মশালায় স্বাগত জানান ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. কোহিনুর বেগম। বিশেষ অতিথি হিসেবে এ গবেষণার উপর আলোচনা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নওজিয়া ইয়াছমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহ আমরান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো: সোহেল রানা এবং এই প্রজেক্টের কো-ইনভেস্টিগেটর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুন্ডু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. হাসান কাওসার, ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম পাঠান এবং ব্যানবেইস্ এর ডিএলপি ও গবেষণা বিভাগের প্রধান কাজী ইলিয়াস উদ্দিন আহমেদ, ফার্মেসি বিভাগের সহযোগী প্রধান মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের গবেষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোড়কজাতকৃত ‘সুপারবুস্ট’ ক্যাপসূল বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নওজিয়া ইয়াছমিন এর হাতে তুলে দেওয়া হয়। পরিশেষে গবেষণাটির আর্থিক সহায়তার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং ব্যানবেইস ধন্যবাদ জানানো হয়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence