ইউএপিতে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ

০৭ জানুয়ারি ২০২৩, ০৭:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইউএপিতে নবীনবরণ অনুষ্ঠান

ইউএপিতে নবীনবরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। শনিবার (০৭ জানুয়ারি), ২০১২৩, বিশ্ববিদ্যালয়ের গ্রীন রোডের স্থায়ী ক্যাম্পাসে ফল-২০২২ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন। 

ড. এম আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, নবাগত শিক্ষার্থীদের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষা হলো মানুষের বেড়ে ওঠার সোপান। শিক্ষাহীন মানুষ কখনও লক্ষ্যে পৌঁছাতে পারে না। তিনি আরও বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। পাশাপাশি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানবিক মূল্যবোধ দ্বারা তাড়িত হতে হবে। তবেই শিক্ষার মূল উদ্দেশ্য হাসিল হবে।

আরও পড়ুন: পুলিশ পরিচয়ে রাবি শিক্ষার্থীকে অপহরণ, গ্রেপ্তার ৫

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, যে দৃঢ় প্রত্যয় নিয়ে তোমরা আজ এই অনুষ্ঠানে এসেছ আমি আশা করব আগামী চার বছর সেটা ধরে রাখবে। তোমাদেরও স্বপ্ন আছে, আমাদেরও স্বপ্ন আছে। আমরা এই স্বপ্নগুলোকে একত্রিত করি সফলতা অর্জনের জন্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য আরও বলেন, আমাদের একদল যোগ্যতাসম্পন্ন শিক্ষক আছেন, যারা শিক্ষা ও গবেষণায় নিজ নিজ অবস্থান থেকে নানামুখী অবদান রাখছেন। আশা করব এই শিক্ষকেরা তোমাদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সহযোগিতা করবেন।

এসময় আরও বক্তব্য রাখেন- উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. বাকী খলিলী এবং প্রক্টর অধ্যাপক শাহরিয়ার আনাম, ও ছাত্র কল্যাণ অফিসের পরিচালক মো. তাকাদ আহমেদ চৌধুরি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রাক্তন শিক্ষাথী।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরাও এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অভিভাবকের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পায়ের ভুল অপারেশনে স্বপ্ন ভঙ্গের পথে তাকওয়ার
  • ২৮ জানুয়ারি ২০২৬
চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রে…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির নতুন তারিখ ঘোষ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্ত…
  • ২৮ জানুয়ারি ২০২৬
আশ্বাসে ক্লান্ত শিক্ষার্থীরা, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রশা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘একটা হিরোইনসি লও, হাতে কোপ দাও, ৩২৬ করাও’— নিজ কর্মীদের ফা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage