আরটিএম-আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক আবু নাসের

অধ্যাপক ড. আবু নাসের জাফর উল্লাহ্
অধ্যাপক ড. আবু নাসের জাফর উল্লাহ্  © টিডিসি ফটো

সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেল্‌থ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু নাসের জাফর উল্লাহ্। সোমবার (২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাকে শর্তসাপেক্ষে নিয়োগের তথ্য জানানো হয়েছে।

শর্তগুলো হলো,

১) ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; 

২) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

৩) তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে। আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি (আরটিএম আল-কবির কারিগরি বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি সিলেটে অবস্থিত দেশের প্রথম বেসরকারি কারিগরি বিশ্ববিদ্যালয়। বীর মুক্তিযোদ্ধা ও অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান।


সর্বশেষ সংবাদ