সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ)
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ)   © সংগৃহীত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক।

এসময় বক্তব্য রাখেন এসইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়ে ২০০২ সালে মাত্র ১০৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ)। মাত্র পাঁচ বছরের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়ায় প্রায় ১২ হাজারে। শুরুতে ছয়টি প্রোগ্রাম নিয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলেও বর্তমানে ১৬টি প্রোগ্রামে শিক্ষাদান করা হচ্ছে। এ ছাড়াও যুগোপযোগী আরো প্রোগ্রাম চালু করার প্রক্রিয়া এগিয়ে চলছে।

বর্তমানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে প্রায় ৩০০ জন শিক্ষক নিয়োজিত আছেন, যার বড় একটি অংশ পিএইচডি ডিগ্রি সম্পন্ন। কর্মকর্তা আছেন প্রায় ১৫০ জন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো ২০১৩ সালে ফল সেমিস্টার হতে সব ছাত্রছাত্রীদের জন্য ওপেন ক্রেডিট সিস্টেম চালু করা হয়েছে। ফলে ছাত্রছাত্রীরা তাদের পছন্দমতো কোর্স সম্পন্ন করে স্বল্প সময়েই তাদের ডিগ্রি লাভ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের পাঠদান মাধ্যম ইংরেজি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence