বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমান নিয়ে গোলটেবিল বৈঠক

১৯ ডিসেম্বর ২০২২, ০৪:১০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমান নিয়ে গোলটেবিল বৈঠক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগতমান নিয়ে গোলটেবিল বৈঠক © সংগৃহীত

বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগতমান নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে টেকসই নেতৃত্বের পাশাপাশি শিক্ষার গুণগতমান ও টেকসই শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ, ইউজিসি মেম্বার অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, কানাডিয়ান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম, স্টেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল কবির উপস্থিত ছিলেন।

এছাড়া উত্তরা ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জানুয়ারি থেকে দুই সেমিস্টার চালু ড্যাফোডিলে

গোলটেবিল বৈঠকে বক্তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেকসই নেতৃত্ব, শিক্ষার গুণগতমান ও টেকসই শিক্ষা নিয়ে আলোচনা করেন।

অস্ট্রেলিয়ান অ্যাকাডেমি অব বিজনেস লিডারশিপ এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় টেকসই নেতৃত্ব প্রকল্পের গবেষক অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, ড. শফিকুর রহমান ও ড. অম্লান হকের উদ্যোগে এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

পায়ের ভুল অপারেশনে স্বপ্ন ভঙ্গের পথে তাকওয়ার
  • ২৮ জানুয়ারি ২০২৬
চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রে…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির নতুন তারিখ ঘোষ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্ত…
  • ২৮ জানুয়ারি ২০২৬
আশ্বাসে ক্লান্ত শিক্ষার্থীরা, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রশা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘একটা হিরোইনসি লও, হাতে কোপ দাও, ৩২৬ করাও’— নিজ কর্মীদের ফা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage