ইউল্যাব পরিদর্শন করলেন ডয়চে ভেলে অ্যাকাডেমির প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২২, ১২:২৩ AM
ইউল্যাব পরিদর্শন করলেন ডয়চে ভেলে অ্যাকাডেমির প্রতিনিধি

ইউল্যাব পরিদর্শন করলেন ডয়চে ভেলে অ্যাকাডেমির প্রতিনিধি © সংগৃহিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) পরিদর্শন করেছেন ডয়চে ভেলে অ্যাকাডেমি (জার্মানি) প্রতিনিধি ড. নীল লেনযি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তিনি ইউল্যাব পরিদর্শনে আসেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. নীল লেনযি ‘অ্যাডভাইস ফর বিগিনিং মিডিয়া রিসার্চারস’ শীর্ষক একটি ফোরামে ইউল্যাবের শিক্ষার্থীদের উদ্দেশ করে বক্তব্য দিয়েছেন।

এসময় তিনি তরুণ গবেষকদের উদ্দেশে বলেন, ‘গবেষণার অনেক রকম পন্থা রয়েছে, তবে গবেষকের সবসময় গবেষণার এথিকাল দিকগুলো মাথায় রাখা উচিত।’ তিনি তাদের গবেষণার বিষয় নির্ধারণের ক্ষেত্রে সব সময় স্ব-প্রতিফলিত বিষয়গুলো এবং নিজস্বতা ফুটিয়ে তুলতে উপদেশ দেন।

ফোরামে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের সহকারী অধ্যাপক এবং প্রতারক প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. সরকার বারবাক কারমাল এবং সিনিয়র প্রভাষক মো আমিনুল ইসলাম।

ফোরাম শেষে ড. নীল লেনযি বিশ্ব-বিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ইমরান রহমান, এমএসজে বিভাগের ডিন প্রফেসর জুড উইলিয়াম হেনিলো এবং ইউল্যাবের আন্তর্জাতিক সম্বন্ধের ডিরেক্টর জেনিফার হোসেইন-এর সাথে একটি বিশেষ বৈঠকে বসেন। সেখানে তারা ডয়চে ভেলে এবং ইউল্যাবের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও তিনি এমএসজে বিভাগের ফ্যাকাল্টি মেম্বারদের সাথে আলোচনা সভায় যোগদান করেন এবং শিক্ষার্থীদের করা মিডিয়া প্রজেক্টগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার গভীরতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন।

পরবর্তী সময়ে তিনি ইউল্যাবের সবুজ ক্যাম্পাস ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, ‘জ্ঞ্যানচর্চার জন্য এই পরিবেশ অত্যন্ত আনন্দদায়ক।’

ট্যাগ: ইউল্যাব
যবিপ্রবি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রথমবার চালু হচ্ছে …
  • ২৮ জানুয়ারি ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আটকে গেল আইইউটির ভিসি নিয়…
  • ২৮ জানুয়ারি ২০২৬
একটি দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্তির কর…
  • ২৮ জানুয়ারি ২০২৬
​২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ
  • ২৮ জানুয়ারি ২০২৬
মায়েদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার চালু করা হব…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage