নতুন যোগদানকৃত শিক্ষকদের তথ্য আপলোড ৫ ফেব্রুয়ারির মধ্যে

ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক
ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক  © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদান করা সহকারী শিক্ষকদের তথ্য ই প্রাইমারি এডুকেশন সিস্টেম (পিইএমআইএস) সফটওয়্যারে আপলোড করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের শিক্ষকদের তথ্য আপলোড করতে হবে। 

বুধবার (১ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষন-২) ড. উত্তম কুমার দাশ স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। গত মঙ্গলবার চিঠিটি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘‘নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেলক্ষ্যে তাঁদের প্রয়োজনীয় তথ্য Primary Education Management Information System (PEMIS) সফটওয়্যারে আপলোড করা প্রয়োজন। তাই থানা/উপজেলা শিক্ষা অফিসারগণকে তাঁর আওতাধীন সকল নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের তথ্য আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে PEMIS সফটওয়্যারে আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence