শিক্ষার্থীদের বাড়িভাড়া মওকুফের দাবি ইশা ছাত্র আন্দোলনের

০৬ মে ২০২০, ০৬:১০ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস সংক্রমণে টাঙ্গাইলের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেস ভাড়া বা বাড়িভাড়া মওকুফের দাবি জানিয়েছে জেলা শাখা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

মঙ্গলবার সংগঠনটির জেলা শাখার সভাপতি এস এম কামরুল ইসলাম ও সাধারন সম্পাদক মুহাম্মাদ সাদিকুল ইসলাম গণমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে মেস মালিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানান।

যৌথ বিবৃতিতে বলা হয়, বিশ্বময় ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে বাংলাদেশের সকলশিক্ষা প্রতিষ্ঠান গত ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতি ভালো না হলে আগামী সেপ্টেম্বরের আগে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রতিষ্ঠান বন্ধের পর থেকে শিক্ষার্থীরা এখন বাসায় অবস্থান করছেন। অনেকটা উৎকণ্ঠা নিয়ে তারা দিনাতিপাত করছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই শিক্ষার্থীদের বড় একটা অংশ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য। তারা পরিবারের থেকে সামান্য টাকা নিয়ে কোনোমতে দিনাতিপাত করেন। এই বাস্তবতায় গত দেড় মাস ধরে শিক্ষার্থীরা বাসায় অবস্থান করছেন। তারা মেসে না থেকেও এরই মধ্যে এক মাসের ভাড়া পরিশোধ করেছেন। কিন্তু এই সংকটে তাদের পক্ষে এভাবে ভাড়া দিয়ে যাওয়া কখনই সম্ভব হয়ে উঠবে না। কেননা, অনেক শিক্ষার্থীর বাবা দিনমজুর, রিকশাচালক বা কৃষক। তাদের পক্ষে করোনার এই কঠিন সময়ে এই ভাড়া চালিয়ে নেওয়া সম্ভব নয়। এমন সংকটে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টাঙ্গাইল শহর ও উপজেলা শহরে থাকা শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া মওকুফ করা খুবই প্রয়োজন।

তাদের অভিযোগ, এই পরিস্থিতিতে মাভাবিপ্রবি, সরকারি সাদত কলেজ, এম এম আলী কলেজসহ বিভিন্ন উপজেলার কলেজ সমূহের হাজার হাজার ছাত্র-ছাত্রী মেস ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন। মেস মালিকরা ভাড়া আদায়ের জন্য নানা ভাবে চাপ দিচ্ছেন।

নেতৃবৃন্দ বলেন, আমরা টাঙ্গাইল জেলার সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসক, শিক্ষা অফিসার, মেয়র ও সংশ্লিষ্ট সকলকে মেস মালিকদের মেস ভাড়া মওকুফের ব্যাপারে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬