এবার ধান কেটে মাথায় বয়ে দিচ্ছেন জয়-লেখক

  © টিডিসি ফটো

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ফলে ধান কাটার শ্রমিকের সংকট দেখা দেয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা পাকা ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন। অসহায় এসব কৃষকদের ধান কেটে দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। প্রধানমন্ত্রীর এ আহবানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন এলাকার কৃষকদের ধান কেটে দিতে মাঠে নেমেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার নেতাকর্মীদের উৎসাহ বাড়াতে ধান কাটতে মাঠে নেমেছেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মুন্সিগঞ্জের আড়িয়াল বিল এলাকায় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষকদের ধান কাটাসহ সব ধরনের সহযোগিতা করতে সংগঠনটির সব ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় জানান, করোনা পরিস্থিতির শুরু থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটের কারণে কৃষকরা ধান কাটতে পারছেন না। তাই বাংলাদেশ ছাত্রলীগের ৫০ লাখ নেতাকর্মীদের এই অবস্থায় দেশের প্রত্যেক এলাকায় কৃষদের পাশে থেকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের পাশে থাকাটা ছাত্রলীগের জন্য সৌভাগ্যের।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ছাত্রলীগকে কৃষকদের পাশে থাকার জন্য। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগের সব ইউনিট কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। আড়িয়াল বিলে শ্রমিক সংকটে পাকা ধান কাটতে কৃষকদের অসুবিধার কথা জেনে আমরা সেখানে গিয়ে তাদের পাকা ধান কাটতে সহযোগিতা করি। ছাত্রলীগ যেকোনো সঙ্কটে সব সময় সাধারণ মানুষের পাশে থাকে, ভবিষ্যতেও থাকবে। ছাত্রলীগের সব নেতাকর্মীকে কৃষকদের পাশে থাকার আহবান জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ