বিএনপির কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে কেন্দ্র দখল

  © সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে উত্তরার চার নম্বর সেক্টরের একটি কেন্দ্র থেকে বিএনপির কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান ও তার এজেন্টদের মেরে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্র থেকে আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আফসার খানের সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

 শনিবার (১ ফেব্রুয়ারি) ওই কলেজ কেন্দ্রে সকাল ৭ টা ৩৫ মিনিটের দিকে কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান এজেন্টদের নিয়ে কেন্দ্রের ভেতরে যাচ্ছিলেন। তখন মূল প্রবেশ পথে তাঁদের বাধা দেন আওয়ামী লীগেরকাউন্সিলর প্রার্থী আফসার উদ্দিন খানের  সমর্থকরা।

তাদের গলায় মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও আফসার উদ্দিন খানের কার্ড ঝোলানো ছিল। বাধা উপেক্ষা করে মোস্তাফিজুর রহমান এজেন্টদের নিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে আফসার উদ্দিনের লোকজন তাঁধাক্কা দেন। একপর্যায়ে মোস্তাফিজুর রহমানকে মারধর শুরু করেন।

এরপর মোস্তাফিজুর রহমান এজেন্ট ছাড়াই ভেতরে প্রবেশ করলে আফসার উদ্দিন খানের লোকজন বেরিয়ে যান। পরে আটটা বাজার পাঁচ মিনিট আগে আফসার উদ্দিন খানের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।

মোস্তাফিজুর রহমান বলেন, এজেন্ট নিয়ে ঢোকার পর আফসারউদ্দিন খানের লোকজন আমাকে এবং এজেন্টদের মারধর বের করে দেয়। সেখানে গণমাধ্যম কর্মী ও পুলিশ ছিলেন। পুলিশ দেখেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

পরে ওই কেন্দ্রে ভোট দিতে যান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি মারধরের কিছু দেখিনি। পরে মোস্তাফিজুর রহমান আমার কাছে বিষয়টি বলেছেন। আমি রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি বলব। আমি মনে করি, সুন্দর সম্পর্ক হওয়া উচিত। আসুন আমরা সুশৃঙ্খলভাবে ভোট দেই।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘কেউ তাঁর কাছে অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নিতে সুবিধা হয়।’


সর্বশেষ সংবাদ