বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
জেলা প্রশাসক বলেন, মনোনয়নপত্রে মোস্তাফিজুর রহমান ইরানের প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়েছে। তিনি চাইলে আইন অনুযায়ী আপিল করতে পারবেন।
উল্লেখ্য, ঝালকাঠির দুটি আসনে ২৫ জন্য প্রার্থীর মধ্যে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, আটজনের মনোনয়ন বাতিল এবং চারজনের মনোনয়ন স্থগিত রাখা হয়।