ফেসবুকে শহীদ হাদির আইডির খুঁজে না পাওয়ার কারণ জানালেন জুমা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:০০ AM
ফেসবুকে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির ফেসবুক আইডি পাওয়া না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। তবে এবার একাউন্ট খুঁজে না পাওয়ার কারণ জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চ নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শেয়ার করা একটি পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুর প্রশ্নের জবাবে উত্তর দেন তিনি।
ডা. মাহমুদা মিতু কমেন্টে প্রশ্ন করেন, ‘শহীদ হাদির আইডি কই? কি হইছে?’। জবাবে ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘রিপোর্ট করা হইসে প্রচুর তাই ডিয়েক্টিভেট করা হইসে আপাতত।’