নির্বাচনী প্রচারণায় যে কৌশল অবলম্বন করবেন হাসনাত আবদুল্লাহ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে নির্বাচন করবেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। এই তফসিল ঘোষণার পর আগামী সপ্তাহ থেকে পুরোদমে নির্বাচনী প্রচারনায় অংশ নেবেন হাসনাত আবদুল্লাহ।
দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়ে নির্বাচনী প্রচারণায় ভিন্ন কৌশল অবলম্বন করার কথা জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, প্রতিপক্ষকে হেয় করে কথা না বলাই হবে আমার নির্বাচনী প্রচারনার মূল কৌশল।
‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার নির্বাচনী প্রচারণায় আমি কাউকে হেয় ও খারাপ মন্তব্য করব না।
হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের দুই মাস বাকি আছে। আমি ইতিমধ্যে আমার আসনের নয়টি ইউনিয়নের প্রতিটি গ্রামে গণসংযোগ করেছি। আর কয়েকটি ইউনিয়ন বাকি রয়েছে সেগুলো দ্রুতই শেষ করব।
‘‘আমরা আশা করছি, আগামী ১৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই অনুযায়ী আগামী ১৩ ডিসেম্বর থেকে আমার নির্বাচনী প্রচারনা পুরোদমে শুরু করব।’’