হাশরের ময়দানে মার্কা থাকবে শুধু দাঁড়িপাল্লা—জামায়াত প্রার্থীর বক্তব্য ভাইরাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ PM
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–২ আসনের দলটির মনোনীত প্রার্থী রুহুল আমীন ভূঁইয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। বক্তব্যে তিনি বলেছেন, হাশরের ময়দানে কোনও মার্কা থাকবে না, থাকবে শুধু দাঁড়িপাল্লা। মানুষের ন্যায়বিচারের প্রতীক এই দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর জেলার রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে দাঁড়িপাল্লার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরপর তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। ভাইরালও হয়েছে তার এই বক্তব্যটি।
বক্তব্যে রুহুল আমিন ভূঁইয়া বলেন, জামায়াত ক্ষমতায় এলে লক্ষ্মীপুরে রেললাইন স্থাপন হবে। একবার সুযোগ দিলে দেশের চেহারা বদলে যাবে। অতীতে জামায়াতের যেসব নেতা-মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল না।
জামায়াতের জেলা আমিরের অভিযোগ, একদল ক্ষমতাহীন হওয়ার পর আরেক দল ক্ষমতায় আসার আগেই বিভিন্ন স্থাপনা দখল করে নিচ্ছে। দেশে মাদকের জায়গা নেই এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য ‘‘হ্যাঁ’’ ভোট দিতে হবে, পাশাপাশি দাঁড়িপাল্লায়ও ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, রাজনীতি একসময় পবিত্র জায়গা ছিল, কিন্তু অনেকেই এটিকে ব্যবসায় পরিণত করেছে। ভারতের কথা না শোনার কারণে কেন্দ্রীয় নেতৃত্বকে ফাঁসিতে ঝুলানো হলেও জামায়াতকে থামানো যায়নি বরং জনপ্রিয়তা বেড়েছে।
সভায় সভাপতিত্ব করেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ দেলোয়ার হোসেন। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের শূরা ও কর্ম-পরিষদ সদস্য মো. হারুনুর রশীদ।