তারেক রহমানের ‘প্রার্থী নয়, প্রতীক দেখে ভোট দিন’ বক্তব্য হাইলি প্রবলেমেটিক

হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ  © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘প্রার্থী নয়, প্রতীক দেখে ভোট দিন’ মন্তব্যকে ‘হাইলি প্রবলেমেটিক’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, এ ধরনের বক্তব্য একজন দায়িত্বশীল নেতৃত্বের কাছ থেকে প্রত্যাশিত নয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক লাইভে তিনি এ মন্তব্য করেন।

লাইভে তিনি বলেন, গতকাল আমি লক্ষ্য করেছি তারেক রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন। উনি বক্তব্যে বলেছেন যে আসলে প্রার্থী মুখ্য নয়। মুখ্য হচ্ছে প্রতীক। প্রতীকটাই হচ্ছে মুখ্য। এ বক্তব্যটা সিরিয়াসলি প্রবলেমেটিক একটা বক্তব্য। উনার মত একজন রাষ্ট্র প্রনেতা যিনি হতে চাচ্ছেন বা হবেন মনে করছেন উনার জায়গা থেকে এ বক্তব্যটা হাইলি প্রবলেমেটিক একটা বক্তব্য। এক নাম্বার কারণ হচ্ছে যে একজন এমপি নাগরিক এবং রাষ্ট্রের মাঝে সেতুবন্ধনের কাজ করে। প্রতীক কিন্তু নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে কোন সেতুবন্ধনের কাজ করে না। 

‘প্রতীক এটা সিম্বলিক জায়গা। একটা অর্নামেন্টাল জায়গা। প্রতীকের যে বিষয়টা। উনি বলছেন যে প্রতীক ভোট দেওয়ার জন্য প্রতীকটাকে মুখ্য করছেন। এখন একটা প্রতীকের মধ্যেও যদি একটা অযোগ্য প্রার্থী থাকে যে ব্যক্তি অযোগ্য যে ব্যক্তির অপ্রকৃতস্থ দুর্নীতিগ্রস্ত। আমরা অতীতের সংসদগুলোতে যেটা দেখেছি যে আসলে আমরা এমনও দেখেছি যে শুধুমাত্র দলীয় আনকন্ডিশনাল অনুগত্যের জন্যই যাদের হয়তো এলাকায় কোন ধরনের সম্পৃক্ততা নেই তারাও অনেকে প্রার্থী হয়েছেন দলীয় প্রতীকে।’

হাসনাত আরও বলেন, ‘আমি যদি এমন একজন প্রার্থীকে নির্বাচিত করি যার জনগণের সাথে সম্পৃক্ততা নেই কিন্তু ওই প্রতীকটাকেই শুধুমাত্র হোল্ড করে। আমি তাকে সংসদে পাঠালাম। কিন্তু সে যদি যোগ্য না হয়, সে যদি প্রকৃতভাবে রিপ্রেজেন্ট না করতে পারে। আমি তো আসলে আমার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি। সে যদি প্রক্সি হয়ে যায়, দলের কাছে তাইলে সেটা হচ্ছে জনগণের প্রকৃত রিপ্রেজেন্টেশন সংসদে আসলে কখনোই সম্ভব না। তাহলে আমার জনগণের সাথে রাষ্ট্রের যে ব্রিজ; এ ব্রিজ কিন্তু কোন প্রতীক করে না, সেটা করে প্রার্থী। তার মানে আমি যদি ভোট দিতে চাই, আমার এ জুলাই পরবর্তী সময়ে আমার মূল যেই লক্ষ্যটা হওয়া উচিত সেটা হচ্ছে প্রার্থীটা কেমন? একটা অপরিচিত প্রতীকের মধ্যেও যদি একজন যোগ্য প্রার্থী যিনি রাষ্ট্রকে আসলে ধারণ করেন, জনগণকে ধারণ করেন, নাগরিককে ধারণ করেন সে যদি যোগ্য হয়ে থাকে, মানুষ তাকেই নির্বাচিত করা উচিত।’

তিনি আরও বলেন, ‘অন্যদিকে একটা প্রতীকের আন্ডারে যদি একজন অযোগ্য প্রার্থী হয় যে প্রার্থী জনগণকে প্রতিনিধিত্ব করেন না দুর্নীতিগ্রস্ত মার্কা যতই ভালো হোক না কেন উনি জনগণ তো কখনোই রিপ্রেজেন্ট করবেন না সেই জায়গা থেকে তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন প্রাইমারিলি সেটা প্রবলেমেটিক দুই নাম্বার যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা আসলে যদি শুধুমাত্র প্রতীক দেখেই হচ্ছে ভোট প্রদান করি সেক্ষেত্রে যেটা হবে আমরা কখনোই প্রপার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করতে পারবো না আমরা যেটা নির্বাচন করব সেটা হচ্ছে প্রক্সি আসন মানে ৩০০ আসনে আমরা ৩০০টা প্রক্সি ক্যান্ডিডেট নির্বাচিত করব।’

এর আগে, গতকাল ৮ ডিসেম্বর সকালে ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। লন্ডন থেকে ভিডিও কলে অনুষ্ঠানে যুক্ত ছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence