গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ

এরশাদ উল্ল্যাহ
এরশাদ উল্ল্যাহ  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্ল্যাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, গণসংযোগে অংশ নিচ্ছিলেন এরশাদ উল্লাহ। এ সময় অজ্ঞাত ব্যক্তির গুলিতে তিনি আহত হন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রচারণাকালে নগর বিএনপির আহ্বায়কসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।


সর্বশেষ সংবাদ