এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউনিয়ন বিএনপি সভাপতি বহিষ্কার

০২ নভেম্বর ২০২৫, ১২:১১ PM
বিএনপি নেতা

বিএনপি নেতা © সংগৃহীত

এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় কারাগারে থাকা লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাতে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালেককে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন বলেন, 'দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোলাম কিবরিয়া রিপনকে বহিষ্কার করা হয়েছে।'

বর্তমানে বহিষ্কৃত নেতা গোলাম কিবরিয়া রিপন লালমনিরহাট জেলা কারাগারে রয়েছেন। গত ২৯ অক্টোবর বুধবার এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় জামিন নিতে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হলে আদালত তার জামিন নামন্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোলাম কিবরিয়া রিপন ভেলাবাড়ী ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ভাতগাঁও এলাকার বাসিন্দা। তিনি ব্র্যাকের ভেলাবাড়ী শাখায় ক্রেডিট অফিসার (প্রগতি) হিসেবে কর্মরত ছিলেন।

কর্মস্থলে অবস্থানকালে স্থানীয় এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সম্পর্কের টানাপোড়েন দেখা দিলে ওই নারী স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপনের কাছে সমাধানের আশায় বিষয়টি জানান। রিপন তাকে আশ্বাস দিয়ে সহযোগী চান মিয়ার বাড়িতে অবস্থান করার পরামর্শ দেন।

অভিযোগ অনুযায়ী, গত ৩ আগস্ট রাতে রিপন ও চান মিয়া ওই নারীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী আদিতমারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শেষে রিপন ও চান মিয়ার বিরুদ্ধে মামলা রেকর্ড করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, 'প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত দুজনের বিরুদ্ধেই মামলা রেকর্ড করা হয়েছে। দ্রুত এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।'

‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9