খুলনায় হিন্দু সম্প্রদায়কে নিয়ে জামায়াতের সম্মেলন © সংগৃহীত
খুলনার ডুমুরিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে বিশেষ সম্মেলনের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা স্বাধীনতা চত্বরে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।
সম্মেলনে খুলনা জেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, ‘নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।’ তিনি আসন্ন নির্বাচনে মিয়া গোলাম পরওয়ারকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
মতুয়া সংঘের সভাপতি ডা. সুদীপ্ত কুমার সুন্দর মন্ডল বলেন, ‘আমরা আর সংখ্যালঘু বলে পরিচিত হতে চাই না। আমরা সবাই বাংলাদেশি। স্বাধীনতার পর থেকে কোনো সরকারই হিন্দু সম্প্রদায়ের দাবিতে কার্যকর পদক্ষেপ নেয়নি। এবার প্রমাণ করতে হবে—হিন্দু মানেই কোনো নির্দিষ্ট দলের অনুসারী নয়।’
প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের ভাগ্যের পরিবর্তন ও ডুমুরিয়া-ফুলতলাসহ দেশের সার্বিক উন্নয়নের জন্য এখন প্রয়োজন ইসলামী সরকার। যারা দাঁড়িপাল্লার উত্থানে ভয় পেয়ে হুমকি দিচ্ছে, তাদের হুমকিতে হিন্দুরা আর ভয় পাবে না। হিন্দুদের বাধা দিলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।’
তিনি আরও বলেন, ‘লাঙল, ধানের শীষ, নৌকার শাসন আমরা দেখেছি। এখন সময় এসেছে একমাত্র বিকল্প—জামায়াতে ইসলামী ও তাদের প্রতীক দাঁড়িপাল্লাকে বেছে নেওয়ার।’
ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি ও অতিরিক্ত জিপি আবুল খায়ের, শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোসলেম উদ্দিন, শরাফপুর সর্বজনীন পূজা মন্দিরের সাধু প্রমথ গাইন, উপজেলা হিন্দু কমিটির সহসভাপতি ডা. হরিদাস মন্ডল, কানাই লাল কর্মকার, প্রভাষক প্রশান্ত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম কুমার মন্ডল, অধ্যক্ষ সুভাষ সরদারসহ ইউনিয়ন ও মন্দিরভিত্তিক বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা হিন্দু সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক উন্নয়নে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।