ঐকমত্য কমিশন নিষ্কৃতি পেতেই কিছু সুপারিশ দিয়ে কাজ শেষ করেছে: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমেদ  © সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ ও সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে এমন প্রক্রিয়া গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 
সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। 

তিনি বলেন, আমরা আশা করছি উপদেষ্টা পরিষদ ও সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে এমন প্রক্রিয়া গ্রহণ করবে।

আরও পড়ুন: গ্রেড কমানো নিয়ে একমত পে কমিশন

জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐক্য নয় বরং ‘জাতীয় অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন আজ তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছে। এজন্য তাদের ধন্যবাদ না দিয়ে উপায় নেই—অবশেষে তারা তাদের প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন’।

সালাহউদ্দিন আহমদ কমিশনের প্রস্তাবের সমালোচনা করে বলেন, দ্বিতীয়বার তাদের ধন্যবাদ দিচ্ছি—কারণ তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা নিয়েছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, যে প্রস্তাবগুলো কমিশন দিয়েছে, যদি আপনারা তা দেখেন, তাহলে বুঝবেন আমরা যে জুলাই জাতীয় সনদে সই করেছি, সেই সনদের বাইরে অনেক আদেশ এতে সংযুক্ত করা হয়েছে। 

এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে তাদের সুপারিশপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন।
ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ, কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের হাতে ওই সুপারিশপত্র তুলে দেন।


সর্বশেষ সংবাদ