জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যা বলল বিএনপি-জামায়াত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:২৩ PM
জুলাই সনদের মধ্য দিয়ে ‘সাংবিধানিক সীমারেখার’ মধ্যে থেকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে বিএনপি। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আশঙ্কার কিছু নেই বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা। অপরদিকে, সনদ বাস্তবায়নে দেরি হলে দেশে রাজনৈতিক সংকটের ‘আশঙ্কা’ করছে জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ বিএনপি, জামায়াতসহ মোট ২৫টি রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বাক্ষর করা হয় বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’।
সনদ সইয়ের পর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ সইয়ের মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মাণ হবে, রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। রাষ্ট্রের কোনো অঙ্গ আরেকটি অঙ্গের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে না।
তিনি বলেন, সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সাংবিধানিক সমস্ত অঙ্গ সাংবিধানিক ভারসাম্য রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে। সেই দিনের আশায় আমরা আছি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সামনের দিনে আমাদের অনেক কাজ, কেবল যাত্রা শুরু। সবাই জুলাই সনদে সই করেছে। আশা করি, যারা সই করে নাই, তারাও সই করবে।
সালাহউদ্দিন আহমেদের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে তখন তা নিয়ে কারো ‘আশঙ্কার কিছু নেই’ বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ আবু সাঈদ বলেন, মুগ্ধ বলেন; গত ১৫ বছর যাবৎ নিরন্তর আন্দোলন করেছে। গুম বলেন, শহীদ বলেন ৩৬ জুলাই যদি আমরা চিন্তা করি এটি হচ্ছে ১৫ বছরে ধারাবাহিক আন্দোলনের সর্বশেষ পর্যায়। এখানে ছাত্র-জনতার মিলিত গণঅভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেছে, পদত্যাগ করেছে। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে জুলাই সনদে কী আছে এবং জুলাই সদন কীভাবে বাস্তবায়িত হবে।
তিনি বলেন, সর্বশেষ রাষ্ট্র যখন দায়িত্ব নেয় কোনো একটি সনদ বা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সেখানে এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা আশঙ্কা থাকার কারণ আছে যে, এটি ভবিষ্যতে বাস্তবায়ন হবে না।
এদিকে, জুলাই সনদ বাস্তবায়নে দেরি বা গড়িমসি হলে দেশে রাজনৈতিক সংকটের ‘আশঙ্কা’প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের দেরি বা গড়িমসি হলে দেশে রাজনৈতিক সংকটের পাশাপাশি তা হবে জাতির সঙ্গে গাদ্দারিও।
তিনি বলেন, এতদিন যা নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর সঙ্গে আমরা একমত। এজন্য আমরা সাইন করেছি। ঐকমত্য কমিশনের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা যেন এই সরকার বাস্তবায়ন করে।
প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই জুলাই সনদে জামায়াত সই করেছে মন্তব্য করে তাহের বলেন, আমরা আশা করি উনি উনার কথা রাখবেন এবং বাংলাদেশে নতুন কোনো সংকট তৈরির ক্ষেত্রে উনারা যেন কোনো ধরনের কর্তৃত্ব তৈরি না করেন।
জামায়াতে ইসলামের নায়েবে আমীর বলেন, আমরা সনদের বাইরে অন্য কিছু চিন্তা করছি না। এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা যেতে চাই। আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গণভোট আগেই হতে হবে এবং এটাই বাস্তবায়ন হবে।
প্রসঙ্গত, শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ মোট ২৫টি রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি ও অংশগ্রহণের মধ্যদিয়ে জুলাই সনদ স্বাক্ষর ২০২৫ অনুষ্ঠিত হয়। কিন্তু বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ এই স্বাক্ষর অনুষ্ঠান বয়কট করে।