ডাকসুর পর জাকসুতেও ছাত্রশিবিরের ভূমিধস জয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। অন্যদিকে, দুটি নির্বাচনে ভরাডুবির শিকার হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বড় দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের এমন ফলাফলে দেশের জাতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারা বলছেন, আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সক্রিয় থাকতে না পারা, সাংগঠনিক কর্মকাণ্ডে ধারাবাহিকতার অভাব এবং অছাত্র দিয়ে কমিটির নেতৃত্বই ছাত্রদলকে দুর্বল করেছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল দৃশ্যমান কর্মসূচি নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে নতুন প্রজন্মের কাছে ছাত্রশিবিরের মতো গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেনি দলটি।
জানা গেছে, দীর্ঘ ৩৩ বছর পর গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় ৪৫ ঘণ্টারও বেশি সময় পর ভোট গণনা শেষ হয়।
ভোটগ্রহণের দুদিন পর আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়। প্রথমে ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়। এরপর কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সাধারণ সম্পাদকসহ (জিএস) ২৫ পদের ২০টিতেই ছাত্রশিবির বিজয়ী লাভ করে।
এর আগে গত বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা।