বিএনপির কমিটি গঠনে ‘অনিয়ম-দুর্নীতি’, নেতা-কর্মীদের ঝাড়ু মিছিল

২৮ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১১:২০ PM
ঝাড়ু মিছিল

ঝাড়ু মিছিল © টিডিসি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দলীয় সদস্য নবায়ন, সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম এবং উপজেলা আহ্বায়ক কমিটির দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে বিএনপির একদল নেতা-কর্মী।

বুধবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ ডি. ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে এ ঝাড়ু মিছিল শুরু হয়। জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজহারুল ইসলামের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে গিয়ে সমাবেশে রূপ নেয়। এতে হাজারো নারী-পুরুষ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা জেলা বিএনপির সভাপতি ড. মইনুল হাসান সাদিকসহ দায়িত্বশীল বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন এবং তাদের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন।

বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে কমিটি গঠন প্রক্রিয়ায় কোনো নিয়ম-কানুন অনুসরণ করা হয়নি। দায়িত্বশীল নেতারা অন্যান্য দলের লোকদেরকে তাদের মনপসন্দ ব্যক্তি হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। অনেক ক্ষেত্রে বিএনপির সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদকেও কমিটিতে রাখা হয়েছে। তারা অনিয়মের মাধ্যমে গঠিত এসব কমিটি অবিলম্বে বাতিল এবং দায়ীদের দায়িত্ব থেকে অপসারণের দাবি জানান।

তারা আরও অভিযোগ তোলেন যে, বর্তমান উপজেলা আহ্বায়ক কমিটি একটি ‘ফেসবুক সেলফি কমিটিতে’ পরিণত হয়েছে। এই কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বিভিন্ন সরকারি অফিসে গিয়ে টেন্ডারবাজি, ডিলারিশিপ এবং বিভিন্ন প্রকল্পের বরাদ্দ আত্মসাতের মতো কাজে জড়িত রয়েছেন। তারা এই দুর্নীতিবাজ কমিটি বাতিল করে যোগ্যতম ব্যক্তিদের নিয়ে নতুন করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি জোরালোভাবে উপস্থাপন করেন।

অন্যদিকে, এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে আখ্যায়িত করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক। তিনি দাবি করেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ীই সব কাজ সম্পন্ন করা হচ্ছে এবং কমিটি গঠন প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই
  • ১৪ জানুয়ারি ২০২৬
আশরাফ হাকিমির প্রেমে মজেছেন নোরা ফাতেহি!
  • ১৪ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত ১৩ নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ১৪ জানুয়ারি ২০২৬
জেফারের সঙ্গে রোমান্টিক ছবি শেয়ার করে যা লিখলেন রাফসান
  • ১৪ জানুয়ারি ২০২৬
টেকনাফে ডাকাত সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 
  • ১৪ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9