নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো: ফাহাদুজ্জামান ওরফে রায়হান
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো: ফাহাদুজ্জামান ওরফে রায়হান  © টিডিসি ফোটো

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: ফাহাদুজ্জামান ওরফে রায়হানকে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। আটক রায়হান বর্তমানে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে রায়হানকে আটক করে সদর থানা পুলিশ।’

রায়হান পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সিংহখালি গ্রামের মহাসিন জমাদ্দারের ছেলে। বিগত সময়ে তিনি ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: ওয়াকার-উজ-জামান

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, ‘রায়হান নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।১৫ আগস্টকে কেন্দ্র করে রায়হান নাশকতার চেষ্টা করেছিল। এ বিষয়ে রায়হানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

 

 

 


সর্বশেষ সংবাদ