রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি

বন্যাদুর্গতদের পাশে বিএনপি
বন্যাদুর্গতদের পাশে বিএনপি  © টিডিসি সম্পাদিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহীর চারঘাট উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়েছে জেলা ও স্থানীয় ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দি ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমে অংশ নেন বিএনপির জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এ সময় তাঁরা চারঘাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমের তত্ত্বাবধান করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াজ হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, গড়াগড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম টিপু সরকার, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, বন্যার কারণে উপজেলার বহু মানুষ পানিবন্দি হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে দলের পক্ষ থেকে সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!