বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল: এস. এম জিলানী

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম জিলানী
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম জিলানী  © সংগৃহীত

বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম জিলানী। তিনি বলেন, ‘বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না, অবৈধভাবেও ক্ষমতা দখল করতে চায় না। জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় যেতে চায়।

রবিবার (৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলজিইডি ভবন অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা সংস্কার সংস্কার বলছে, তারা আজ পর্যন্ত একটি সংস্কার প্রস্তাবনাও দিতে পারেনি। যারা বলছে বিএনপি নির্বাচন চায়, অথচ তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এটা কি মুনাফেকি নয়?

তিনি আরও বলেন, নিজেদের মধ্যে মতভেদ বা ভুল বোঝাবুঝি থাকলে তা কমিয়ে আনতে হবে। ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে দলের দুর্নাম হয়। আশা করি, ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই প্রতিষ্ঠা পাবে সন্ত্রাস, দখল ও চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ।

এস. এম জিলানী বলেন, স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। দেশে এখনো জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি। ষড়যন্ত্রকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ফ্যাসিজম যাতে আর কোনোভাবেই দেশে ফিরে আসতে না পারে সেজন্য স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখতে হবে। 

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, এস. এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence