কৃষি ব্যাংকে ভাঙচুর ও কর্মকর্তাকে মারধর করা সেই যুবদল নেতা বহিষ্কৃত

লোকমান হোসেন
লোকমান হোসেন  © সংগৃহীত

‘রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক’ পাবনার চাটমোহর উপজেলা শাখায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাকে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা লোকমান হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা।

শুক্রবার (১ আগস্ট) মধ্যরাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। এক্ষেত্রে তার সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হলো।

এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তাই তাকে বহিষ্কার করা হয়েছে। দলের নাম পদবি ব্যবহার করে কোনো অপকর্ম করার সুযোগ নেই।

উল্লেখ্য, ঋণ খেলাপির মামলা করায় গত বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাবনার ফৈলজানা শাখায় হামলা চালিয়ে ভাঙচুর ও ম্যানেজারকে মারধর করেন যুবদল নেতা লোকমান হোসেন। 

লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। একইসঙ্গে তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!