সাম্য হত্যার আসামির পক্ষে বিএনপিপন্থী আইনজীবী, জাতীয়তাবাদী ভাই-বোনদের জানিয়ে পোস্ট ভাইয়ের

সাম্যের ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর
সাম্যের ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর  © সংগৃহীত

সাম্য হত্যা মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন সাম্যের ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর। মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুকে আইডিতে একটি নিউজের ফটোকার্ড শেয়ার করে তিনি এমন মন্তব্য করেন। 

শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন, আমাদের ছোট ভাই শাম্মুর হত‍্যাকান্ড ও বিচার নিয়ে জাতীয়তাবাদী ভাই-বোনেরা বেশ উৎকন্ঠিত থাকেন। প্রায়ই মামলা ও বিচারের খোঁজ নেন। তাঁদের জ্ঞাতার্থে ফটোকার্ডটি আপলোড দিলাম।

এর আগে সাম্য হত্যা মামলায় আসামির পক্ষে দাঁড়ানোয় সমালোচনার মুখে পড়েছেন বিএনপিপন্থি আইনজীবী আমানুল করিম লিটন। গতকাল ২৮ জুলাই ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হকের আদালতে রিমান্ড শুনানিতে এ ঘটনা ঘটে। 

এসময় রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী কাইয়ুম হোসেন নয়নের তোপের মুখে পড়েন আমানুল করিম লিটন। তিনি বলেন, আমানুল করিম লিটন ভাইকে বিএনপির বিভিন্ন ব্রিফের সময় দেখেছি। বিএনপির সব জায়গায় (আদালতের) তাকে দেখেছি। এটা ছাত্রদল হত্যা মামলা। আর উনি হত্যাকারীদের পক্ষে দাঁড়িয়েছেন। তবে এর কোনো উত্তর দেননি আমানুল করিম লিটন। 

শুনানি শেষে আদালত রিপনের একদিন এবং অপর দুই আসামি মেহেদী হাসান ও হৃদয়ের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেন।


সর্বশেষ সংবাদ