আর কোনো স্বৈরাচার গড়ে উঠতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য চাই’ এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বর্ণাঢ্য পদযাত্রা ও পথসভা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় ভোলা জেলা পরিষদ মোড় থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় একটি পথসভায়, যেখানে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘স্বৈরশাসক শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবি করলেও বাস্তবে তা ছিল শুধুই দুর্নীতির আড়ালে লুটপাটের চিত্র। প্রাকৃতিক সম্পদে ভরপুর ভোলা আজও অবহেলিত। ভোলা-বরিশাল সেতু এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ, এগুলো ভোলাবাসীর অধিকার হলেও তা থেকে তারা বঞ্চিত হয়েছে।’
আরও পড়ুন: ‘সারা বছর গেট খোলা রাখতে কয়টা অভ্যুত্থান লাগবে?’—প্ল্যাকার্ড হাতে ঢাবি ছাত্রী
তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে তরুণদের রাজপথে সাহসী অবস্থান এক স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আজ আবার সেই পুরনো দখলদার শাসনের প্রতিচ্ছবি ফিরে আসছে চাঁদাবাজ, মাফিয়া ও দুর্নীতিবাজদের ছত্রচ্ছায়ায়। আমরা সেই ব্যবস্থারই অবসান চাই, যারা এসব অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দেয়।’
নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, ‘গণহত্যার বিচার, রাজনৈতিক সংস্কার এবং জনগণের ক্ষমতায়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। আমরা আর কোনো স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে দেব না, কাউকেই আর স্বৈরাচার হতে দেব না।’
পথসভায় অন্যান্য বক্তারাও জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সংগ্রামের কথা স্মরণ করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে।’