পুলিশ প্রশাসন এখনো চাঁদাবাজদের ভয় করে চলছে: নাহিদ ইসলাম

১৩ জুলাই ২০২৫, ০২:১২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:০৫ PM
জনসমাবেশে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

জনসমাবেশে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশ প্রশাসন এখনো চাঁদাবাজদের ভয় করে চলছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট সদর উপজেলার রেলরোড এলাকায় এক জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, আমরা কথা বলি পুরোনো বন্দোবস্তের বিরুদ্ধে, বলি পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বিপক্ষে। যারা চাঁদাবাজির সংস্কৃতি ও মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমেই এনসিপি গড়ে তুলেছি। কিন্তু দুঃখজনকভাবে বিগত এক বছরে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। এখনও চাঁদাবাজরা সক্রিয়। পুলিশ প্রশাসনও তাদের ভয় পেয়ে চলছে। তারা দখলদারদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। পুলিশ প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, জনগণের পক্ষে দাঁড়াতে হবে। যদি তারা দলবাজ প্রশাসনের মতো আচরণ করে, তবে তাদের পরিণতিও ফ্যাসিস্ট আমলের মতোই হবে।

বক্তব্যে বাগেরহাটের রাস্তার নাজুক অবস্থা, স্থানীয় স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার গাফিলতির কথাও তুলে ধরেন তিনি। একইসঙ্গে আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে চাঁদাবাজ-মাফিয়া বিরোধী মুক্তির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বাগেরহাটবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন,এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা প্রমুখ।

মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬