যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল

হত্যায় জড়িতদের বাদ দিয়ে নিরাপরাধ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

১২ জুলাই ২০২৫, ০১:৪১ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৭:৪৬ PM
যৌথ সংবাদ সম্মেলন

যৌথ সংবাদ সম্মেলন © সংগৃহীত

রাজধানীর চকবাজারে ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল খুনিদের এখনো গ্রেফতার না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনগুলো দাবি করে, ৬০ ঘণ্টার বেশি সময় পার হলেও খুনীদের ভিডিও ফুটেজ হাতে থাকা সত্ত্বেও গ্রেফতার করা হয়নি। এটি এক বিরাট প্রশ্ন ও রহস্য।

তারা জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যেসব যুবদল ও ছাত্রদল কর্মীর নাম এসেছে, তাদেরকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে যা কিছু প্রয়োজন, আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি বলেন নেতারা। তারা অভিযোগ করেন, প্রকৃত খুনিদের বাদ দিয়ে নিরাপরাধ তিনজনকে মামলার আসামি করা হয়েছে। গণমাধ্যমসূত্রে জানতে পেরেছি, মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত তিনজন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরপরাধ তিনজনকে আসামি করেছে, বলা হয় সংবাদ সম্মেলনে।

যৌথ সম্মেলন আরও বলা হয়, গত প্রায় এক বছরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি তো দূরের কথা, সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তাও নিশ্চিত হয়নি। নেতারা খুলনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যাসহ চাঁদপুর, কুমিল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সহিংস ঘটনার কথাও তুলে ধরেন।

তারা অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা বলেন, সরকার পরিকল্পনামাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে যাতে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয় এবং এই অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করা যায়।

যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতারা আরও বলেন, বিএনপিই বহু লড়াই ও সংগ্রামের পরীক্ষিত বাংলাদেশপন্থী শক্তি। জরিপে দেখা গেছে, দেশের তরুণেরা বিএনপিতেই আস্থা ও বিশ্বাস রাখে। তারা দাবি করেন, এই জরিপ ফলাফল প্রকাশের পরই একটি “গুপ্ত সংগঠন ও একটি আনাড়ি দল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ সময় নেতারা আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখানে আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা তা করতে প্রস্তুত। 

দেশের জনগণের উদ্দেশে সম্মেলনে বলা হয়, আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কেউ রাজনৈতিক অস্থিরতা ও ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সেই বিষয়ে সকলে সতর্ক থাকুন। নেতারা বলেন, আমাদের এখানেও কেউ কেউ ধারাবাহিক অশান্তি সৃষ্টি করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাদের অসৎ উদ্দেশ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে।

আনোয়ারায় যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবাসহ আটক ২
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশে চাকরি, নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
  • ১৯ জানুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর তরুণের মরদেহ উদ্ধার
  • ১৯ জানুয়ারি ২০২৬
দাবি আদায়ে ইসি সদিচ্ছা প্রকাশ না করলে সব পন্থা অবলম্বন করবো…
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র ও জামায়াতকে কেন্দ্রের আশপাশেও ঢুকতে দেব না: বিএন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9