‘বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করে, তারা বিএনপির কেউ নয়’

সমাবেশে সরওয়ার জামাল নিজাম
সমাবেশে সরওয়ার জামাল নিজাম  © টিডিসি ছবি

সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি করার তকমা লাগেনি তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার খবর পাওয়া যাচ্ছে যা আমাদের ব্যথিত করে। তাই যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, ইউএনওর অফিসে, ওসির অফিসে বসে থাকে, সিএনজি-রিকশায় চাঁদাবাজি করে তাদেরকে আপনারা প্রতিহত করুন। আপনারা বিএনপিকে রক্ষা করবেন, তারেক রহমানকে রক্ষা করবেন, কেউ যাতে বিএনপিকে কলঙ্ক করতে না পারে সে বিষয়ে লক্ষ্য রাখবেন।’

শুক্রবার (৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়ন পরিষদের মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ৩১দফা বাস্তবায়নে জনমন গঠন ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং নবায়নের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুঃসময়ে নিজের অবদানের কথা তুলে ধরে সরওযার নিজাম বলেন, ‘১/১১ এর সময় দক্ষিণ চট্টগ্রামে আমাকে টার্গেট করা হয়েছিল, তিন বছর জেলে রাখা হয়েছে। আমার পরিবারও দেশে থাকতে পারেনি। আজ স্বৈরাচারের দোসররা আমার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে। অথচ ২০১৮ সালে আনোয়ারার বটতলী থেকে মইজ্জারটেক পর্যন্ত তারা আমাকে অবরোধ করে রেখেছিল।

আমি তখনও নির্বাচন করেছিলাম। আমি তাদের উদ্দেশ্য বলি, তারা তখন স্বৈরাচারের সহযোগী ছিল। আজ যদি গণঅভ্যুত্থান না হত তাহলে তারা স্বৈরাচারের দিকেই চলে যেত।’

সমাবেশে পরৈকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মনজুর উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ফৌজুল আমিন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহাজাহান, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, জাহেদ চৌধুরী, সাহ্ওয়াজ জামাল নিজাম (সনি), আখতারুন্নবী চৌধুরী, সাইফুল ইসলাম, ফরিদ, জমির সওদাগর, জলিল, খোকন, নাজিমুদ্দিন  চৌধুরী, কাজী মোস্তফা, সরওয়ার,  ইউনুস চৌধুরী, জসিম উদ্দিন, মো. মাঈনুদ্দিন, মাসুদুর রহমান, নুর আলী, রফিকুল ইসলাম চৌধুরী খোকা, আবচার, জামাল, ইমরান চৌধুরী, সাত্তার মেম্বার, শওকত আলী, শাহাজান শিপু, নাছির,শাহেদ, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ফারুক, আলমগীর বাহাদুর, আবদুল কাদের, আহমদ নুর, রাসেদ, ইসহাক, মোহাম্মদ লোকমান উদ্দিন, আশরাফ, রাসেদ,  সিরাজ,  জয়নাল, আবদুল হাকিম, মোফিজ, দেলোয়ার, নুরুল আজিম, ছাত্রদলনেতা অহিদুল ইসলাম চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, আনোয়ারা কলেজ সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম, জিয়া, আরমান, ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ