জুলাইয়ে প্রবাসীদের অবদান নিয়ে যা বললেন হাসনাত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:০৩ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১২:১১ AM
জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট দিন ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (৩০ জুন) রাত ১০টা ৫০ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এমন দাবি জানান।
তিনি বলেন, জুলাই মাসের একটি নির্দিষ্ট দিন প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ ঘোষণা করা উচিত।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গেল বছরের জুলাই মাসে শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় প্রবাসীরা। ফলে দেশের রিজার্ডে বড় ধরণের ধাক্বা লাগে। এছাড়াও প্রবাসীরা বিদেশ থেকে শিক্ষার্থীদের এ আন্দোলনে উৎসাহ জুগিয়েছিল।