আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ভোটবাক্স এক থাকবে: মিয়া গোলাম পরওয়ার

১৯ জুন ২০২৫, ১০:৫৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১২:০৬ PM
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দেশের ইসলামী দলগুলোর মাঝে এক ধরনের সমঝোতা হয়েছে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি  ভোটবাক্স থাকবে। 

এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দিল্লির প্রেসক্রিপশনে বার বার ক্ষমতায় এসে দেশের আলেম-ওলামাদের উপর জেল-জুলুম, নির্যাতন করেছে। জামায়াতের নেতাকর্মীদের প্রতিটি আসনে আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পাড়ায় পাড়ায় নির্বাচনী কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশে ইসলামী বিপ্লব করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন তিনি।’

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় স্থানীয় এক অভিজাত হোটেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

আরও পড়ুন: ইরানের হুমকির মুখে কাতার ও বাহরাইন থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের নায়েবে আমির সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীরের যৌথ পরিচালনা এসময় আরও বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের মজলিসে সূরার সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হাফেজ নজমুল ইসলাম, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ। 

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালিক, সেক্রেটারি কাজী সাহিদ আহমদ, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া প্রমুখ।

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬