তাজনূভা জাবীন © ফাইল ফটো
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাষ্ট্রে ও সংসদে যে গণতান্ত্রিক রূপান্তর দেখতে চায়, তা আগে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে—এমন মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তাজনূভা বলেন, “আমি বিশ্বাস করতে চাই, এনসিপি বাংলাদেশের নারীদের সামনে এমন একটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে, যাকে সমর্থন করার মতো যুক্তি তারা খুঁজে পাবে। কেবল বক্তৃতা আর কাগজে-কলমে নয়, বাস্তব কর্মে ও বাস্তবায়নে এনসিপিকে হতে হবে উদাহরণ।”
নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে দলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, “অজানা, অচেনা, সাধারণ ঘরের যোগ্য, দৃঢ়, শিক্ষিত নারীরা যাতে রাজনীতিতে এসে নেতৃত্ব দিতে পারে, সে জন্য এনসিপিকে হতে হবে একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য রাজনৈতিক প্রতিষ্ঠান। না হলে এটি অন্যান্য প্রচলিত রাজনৈতিক দলের মতোই হয়ে উঠবে এবং কোনো টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে না।”
নারী নেতৃত্ব গড়ে তুলতে দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা ও সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করে তাজনূভা বলেন, “সংসদে নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি অর্থহীন, যদি দলে যোগ্য নারী নেতৃত্ব তৈরিতে আপনি সহযোগিতা না করেন। যে গণতান্ত্রিক উত্তরণ এনসিপি রাষ্ট্রে দেখতে চায়, সেটি আগে নিজেদের ভেতরেই প্রতিষ্ঠা করতে হবে।”
নারী উপেক্ষা করে রাজনীতি এগোবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “বাংলাদেশের জন্মের পর থেকে কোনো রাজনৈতিক দলই অর্ধেকের বেশি নারী জনগোষ্ঠীকে যথাযথ গুরুত্ব দেয়নি। এনসিপির উচিত সেই ব্যতিক্রম হয়ে উঠা। নিশ্চিতভাবে বলছি, যত কুৎসিত রাজনৈতিক সংস্কৃতি থাকুক, নারীর বিষয় উপেক্ষা করে বাংলাদেশে টেকসই রাজনীতি আর হবে না। আমি আবারও বলছি—আর হবে না।”
তাজনূভার এই বক্তব্য এনসিপির অভ্যন্তরীণ গঠনতন্ত্র ও নারী-অধিকার ভাবনার ক্ষেত্রে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।