ফের এয়ার ইন্ডিয়ার বিমানে ত্রুটি, জরুরি অবতরণ

বিমান
বিমান  © সংগৃহীত

টানা দুর্ঘটনা ও যান্ত্রিক ত্রুটির মধ্যেই আবারও সমস্যায় পড়ল এয়ার ইন্ডিয়ার আরেকটি উড়োজাহাজ। কলকাতার কাছে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি। সোমবার (১৭ জুন) মধ্যরাতে সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮০ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

কলকাতার আকাশসীমায় প্রবেশ করার পরপরই যান্ত্রিক ত্রুটি শনাক্ত করেন পাইলট। তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করে নিরাপদে অবতরণ করেন তিনি।

অবতরণের পর বেশ কিছু সময় যাত্রীদের বিমানের ভেতরেই অপেক্ষা করতে হয়। পরে সকাল ৫টা ২০ মিনিটে যাত্রীদের নামিয়ে বিমানবন্দরের লাউঞ্জে সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রী নিরাপদে আছেন।

এর আগে মাত্র ৩২ সেকেন্ড আকাশে ওড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বি-৭৮৭ উড়োজাহাজ, এরপরই বিধ্বস্ত হয় সেটি। ঘটনায় পাইলট, ক্রুসহ ২৪১ জন যাত্রী প্রাণ হারান। ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করে তদন্ত চলছে। এখনও চলছে ধ্বংসস্তূপ অপসারণের কাজ।

ঘন ঘন এই ধরনের ত্রুটি ও দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে যাত্রীদের মাঝে। কয়েকদিন আগেও কলকাতা থেকে গাজিয়াবাদগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ টেকঅফের সময় বিভ্রাটে পড়ে। রানওয়ে থেকে ফিরে এসে তা বাতিল করা হয় এবং যাত্রীদের অন্য বিমানে স্থানান্তর করতে হয়।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার পাশাপাশি, এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ কার্যক্রম ও মান নিয়েও প্রশ্ন উঠছে যাত্রী ও বিমান বিশেষজ্ঞদের মধ্যে।


সর্বশেষ সংবাদ